জীবানু নাশে এলাকায় এলাকায় রাসায়নিক মিশ্রিত জল ছড়ানো হচ্ছে মালদায়

1st April 2020 মালদা
জীবানু নাশে এলাকায় এলাকায় রাসায়নিক মিশ্রিত জল ছড়ানো হচ্ছে মালদায়


দেবাশীষ পাল ( মালদা ) : বিশ্ব মহামারী করোনা ভাইরাস মোকাবেলায়  মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশানুসারে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে সানিটাইজ। সেই মোতাবেক ইংরেজবাজার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা তথা প্রাক্তন কাউন্সিলর মনা মন্ডলের উদ্যোগে  ৩নং ওয়ার্ডের মালঞ্চপল্লী, সেলটেক্স বস্তি,বিটি হোস্টেল সহ বিভিন্ন এলাকায় জীবাণুনাশক ওষুধ স্প্রে করা হয়। চারিদিকে যে মহামারী ভাইরাসের আতঙ্ক, কিন্তু এখন পর্যন্ত এলাকার কাউন্সিলরের কোনো উদ্যোগ দেখা যায়নি এমনই অভিযোগ এলাকাবাসীর।   তার পরিবর্তিতে প্রাক্তন কাউন্সিলর তথা তৃণমূল নেতার এই উদ্যোগকে সাধুবাদ জানান এলাকার বাসিন্দারা।





Others News