মুখ‍্যমন্ত্রীর তহবিলে অনুদান প্রদান শিক্ষক সংগঠনের

27th March 2020 অনান‍্য
মুখ‍্যমন্ত্রীর তহবিলে অনুদান প্রদান শিক্ষক সংগঠনের


করোনা ভাইরাস (COVID -19) এর বিশ্বব্যাপী আক্রমনে মানবসভ্যতা আজ বিপন্ন। প্রত্যেকে আজ দিশেহারা । সমগ্র পৃথিবীতে প্রতিনিয়ত বেড়ে চলেছে মৃত্যুমিছিল। ভারতবর্ষ  তথা আমাদের রাজ্যেও এই মহামারীর প্রকোপ ছড়িয়ে পড়েছে। এই অবস্থায় আমাদের রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা মোকাবিলায় অসম্ভব তৎপরতা দেখিয়েছেন। বিরাট এই সংকটের সময় বাংলার জনগণের পাশে দাঁড়িয়ে গঠন করেছেন “আপৎকালীন ত্রাণ তহবিল”। সমাজের দায়িত্বশীল নাগরিক হিসেবে শিক্ষক সমাজও করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর এই মহতী উদ্যোগে সামিল হতে অঙ্গীকারবদ্ধ।

সেই উদ্দেশ্যে নিখিল বঙ্গ রাজ্য সরকারী কলেজ শিক্ষক সমিতি (ABSGCTA) –র সাধারণ সম্পাদক ডঃ সুশান্ত রায় কর্মকার সমিতির সকল সদস্যবন্ধুর কাছে স্বতঃস্ফূর্ত ভাবে আর্থিক সাহায্যের আবেদন জানান। মূলত তাঁর উদ্যোগেই ও সমিতির সদস্যবৃন্দের অকুণ্ঠ সহোযোগিতায় “ABSGCTA” পশ্চিমবঙ্গ সরকারের  ‘West Bengal State Emergency Relief Fund’ –এ  প্রাথমিক পর্যায়ে এককালীন এক লক্ষ টাকা অর্থ সাহায্য প্রদান করতে সমর্থ হয়েছে। সমিতির সাধারণ সম্পাদকের কথায় –“আমরা মনে করি, করোনা মোকাবিলায় মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধু উদ্যোগ প্রশংসার দাবী রাখে। সমাজের দায়িত্বশীল নাগরিক হিসাবে আমরা সর্বদা তাঁর পাশে আছি এবং সমাজের প্রতিভূ রূপে বৃহত্তর  স্বার্থে দায়িত্ব পালনে অবিচল থাকবো”।





Others News

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২


ভানুময় চন্দ ( ত্রিপুরা ) : প্রায় এক কো‌টি টাকার নেশা জা‌তীয় ইয়াবা ট‌্যাব‌লেট সহ ক‌রিমগ‌ঞ্জের বাবা হো‌টেল সংলগ্ন মোবারকপু‌রে ধরা পড়ল দুই যুবক।এক গোপন খব‌রের ভি‌ত্তি‌তে তা‌দের‌কে এক‌টি ছোট গা‌ড়ি স‌মেত আটক ক‌রে স্থানীয় সীমান্তরক্ষীর সাত ব‌্যা‌টে‌লিয়‌নের জওয়ানরা।এএস(শূণ‌্য এক)এলসি(আট দুই ছয় নয়)নম্ব‌রের গাড়ীত তল্লা‌শি ক‌রে কু‌ড়ি হাজার ইয়াবা ট‌্যাবলেট উদ্ধার করা হয়।যার বাজার মূল্য প্ৰায় এক কোটি টাকার মত হ‌বে ব‌লে বিএসএফ সু‌ত্রে প্রকাশ।ধৃত‌দের ম‌ধ্যে র‌য়ে‌ছে বরপেটা জেলার ইসমাইল আলী ও হোসেন আলী মিরধা।বৰ্তমানে ধৃত‌দের জেলা সদর থানায় আট‌কে রে‌খে টানা জিঙ্গাসাবাদ চালা‌চ্ছে পু‌লিশ।